বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | পাণ্ডুয়ায় রচনার সমর্থনে দেবের রোড-শোয়ে জনজোয়ার, জয় নিয়ে আশাবাদী সাংসদ

Pallabi Ghosh | ২৭ এপ্রিল ২০২৪ ২০ : ০৫Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: "পাণ্ডুয়ার রাস্তায় তিল ধারণের জায়গা নেই। ভাল লাগছে। যার জন্য তিনি হুগলিতে এসেছেন, সকলের পরিচিত দিদি নম্বর ওয়ান। মাত্র কয়েক দিনেই হুগলির মানুষ রচনাকে আপন করে নিয়েছেন। তাই তো এই প্রচন্ড গরমেও রাস্তায় হাজার হাজার মানুষের ভিড়।" শনিবার বিকেলে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে রোড-শো করেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এদিন পাণ্ডুয়ার কলবাজার এলাকা থেকে শুরু হয় দেবের রোড-শো। আর এই রোড শো"কে কেন্দ্র করে জিটি রোড, মুকুল সিনেমা তলা, কালনা মোর, তেলিপাড়া, হাসপাতাল রোড হয়ে কাকলি সিনেমা পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তা কার্যত মানুষের ভিড়ে উপচে পড়ে। এদিন রোড-শো চলাকালীন অভিনেতা বলেছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র তিনি প্রচারে অংশ গ্রহণ করেছেন। যেখানেই তিনি প্রচারে গেছেন, দেখেছেন তীব্র গরমকে উপেক্ষা করে মানুষের ঢল রাস্তায় নেমেছে। এথেকেই উপলব্ধি করা যায় দলের প্রতি মানুষের আস্থা আজও অটুট রয়েছে। মানুষের ভিড় প্রমাণ করছে গত ২০১৯ সালের নির্বাচনের থেকেও এবারে ফল ভাল হবে। একইসঙ্গে জয়ের ব্যবধানও অনেকটাই বাড়বে। তবে প্রধান বিষয় যেটার দিকে বিশেষ লক্ষ রাখা দরকার সেটা হল, জেতার পড়ে মানুষের এই ভালবাসা ধরে রাখতে হবে। তাঁদের প্রত্যাশা পূরণ করতে হবে। সব জায়গায় মানুষের জনস্রোত প্রমাণ করেছে দলকে মানুষ ভালবাসে। নির্বাচনে সন্দেশখালি ইস্যুর কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে দলীয় নেতৃত্ব বলছেন। তবে বর্তমানে তিনি পাণ্ডুয়ায় রয়েছেন, রাস্তায় অগনিত মানুষের ঢল জানিয়ে দিচ্ছে তাঁরা কী চান। খবরের হেডলাইন দেখলে অনেক কিছু মনে হতে পারে। তবে রাস্তায় নেমে গ্রামে, গঞ্জে বা ব্লকে গেলে, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে অন্য কিছু মনে হবে। মানুষের সঙ্গে মিশলে, কথা বললে বোঝা যাবে। মানুষ এবারেও তৃণমূল কংগ্রেসকেই চাইছেন। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে অংশ নিয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা পান্ডুয়ার বিধায়ক ডাঃ রত্না দে নাগ, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র এবং জেলা তৃণমূল নেতৃত্ব। অভিনেতার রোড-শো ঘিরে পুলিশি নিরাপত্তা নজরে পড়েছে।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24